Quantcast
Channel: Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম
Viewing all articles
Browse latest Browse all 129

এইডসে আক্রান্ত হলিউডের অভিনেতা চার্লি শিন

$
0
0

গুজব ছড়িয়েছিল আগেই। এবার স্বীকার করলেন তিনি। ওয়া স্ট্রিট, পাল্টুন- সহ একাধিক জনপ্রিয় ছবির অভিনেতা চার্ল শিন এইচআইভি আক্রান্ত। আমেরিকার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা স্বীকার করেছেন তিনি। তিনি বলেন, ২০১২ সাল থেকে তাঁর এইচআইভি পজিটিভ ধরা পড়েছে ৷ এতদিন পর্যন্ত সেই খবর গোপন রাখা হয়েছিল। তবে এবার তিনি নিজেই মুখ খুলেছেন ৷ সাক্ষাৎকারে স্পষ্ট চার্লি জানান, ‘অনেক চেষ্টা করেছিলাম খবরটা গোপন রাখতে ৷ কিন্তু চারিদিকে আমাকে নিয়ে প্রচুর গুঞ্জন ৷ যেটা আর ভালো লাগছে না ৷’

‘পাল্টুন’, ‘এইট ম্যান আউট’, ‘ওয়াল স্ট্রিট’-এর মতো জনপ্রিয় হলিউড ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ৷তাঁর দুটি বিয়ে। দুই স্ত্রী’কেই এইচআইভি-র কথা জানিয়েছিলেন তিনি। সম্প্রতি বড় মেয়েকেও সেকথা জানিয়েছেন। তবে শিনের চিকিৎসক জানিয়েছে অভিনেতার এখনও এইডস হয়নি। তবে তাঁকে নিয়মিত ওষুধ খেতে হয়। যদি সেই ওষুধ খেতে তিনি ভুলে যান তাহলে সত্যিই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।

The post এইডসে আক্রান্ত হলিউডের অভিনেতা চার্লি শিন appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.


Viewing all articles
Browse latest Browse all 129

Trending Articles