সন্ত্রাসে আক্রান্ত পাকিস্তান। তাই সন্ত্রাস বিরোধিতায় পাকিস্তানকে সাহায্য করবে চিন। মঙ্গলবার চিনের তরফে এই আশ্বাস দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘গত কয়েক বছর ধরে অনেক বাধা স্বত্বেও পাকিস্তান বারবার সন্ত্রাস প্রতিরোধের চেষ্টা করেছে। এদিন নয়াদিল্লিতে একথা জানিয়েছেন চিনের প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র অ্যাডমিরাল গুয়ান ইউফেই।
দিল্লি সফরে এসে একথা বলেন তিনি। চিনা মিলিটারির ২৬ জন সদস্যকে নিয়ে ভারতে এসেছেন তিনি। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর সহ আরও বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেছেন তাঁরা। অ্যাডমিরাল গুয়ান আরও বলেন, সম্প্রতি পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ও তাতে সাফল্যও পেয়েছে। বিশেষত ইসলামিক মুভমেন্ট বন্ধ করতে পাকিস্তান তৎপর হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আমেরিকা সম্পর্কে মন্তব্য নাম না করে তিনি মন্তব্য করেন যে দক্ষিণ চিন সাগর এলাকার বাইরের দেশগুলির হস্তক্ষেপ তাঁরা বরদাস্ত করবেন না।
The post ‘সন্ত্রাসে আক্রান্ত’ পাকিস্তানের পাশে থাকতে চায় চিন appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.