মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বুধবার দুপুরে রিভিউ আপিলের রায়ের পর সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার বিবেচনায়, এখনই তাদের দণ্ড কার্যকর যাবে।’ কারণ দুই জনের রিভিউ আপিল বিভাগ কর্তৃক খারিজ হয়ে গেছে।
তিনি বলেন,‘রিভিউ পিটিশন খারিজের পর আমি প্রধান বিচারপতির কাছে সংক্ষিপ্ত আদেশ চেয়েছিলাম। তখন তিনি বলেছেন, যেহেতু রিভিউ পিটিশনে দুটি আপিল খারিজ হয়ে গেছে আর দণ্ড কার্যকরের কোনো স্থগিত আদেশ নেই, সেহেতু রায় কার্যকর করতে কোনা বাধা নেই।’
এর আগে সকালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের ফাঁসির আদেশ বহাল থাকল।
বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হচ্ছেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এদিন সকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি হয়।
এর আগে মঙ্গলবার একই বেঞ্চে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানি শেষে রায় ঘোষণার জন্য এ সময় নির্ধারণ করা হয়।
The post ‘ফাঁসি কার্যকর সময়ের ব্যাপার মাত্র’ appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.