Quantcast
Channel: Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম
Viewing all articles
Browse latest Browse all 129

নৌমন্ত্রীর সই জাল, প্রকৌশলী বরখাস্ত

$
0
0

নৌপরিবহনমন্ত্রী  শাজাহান খানের লিখিত সুপারিশ ও সই জাল করার অভিযোগে মংলা বন্দর কর্তৃপক্ষের এক সহকারী প্রকৌশলীকে (নৌ) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া প্রকৌশলীর নাম মো. সোহেল রানা।

আজ রোববার মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দিন আহমেদ এ কথা জানান।

বন্দরের একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী সোহেল রানা বন্দর কর্তৃপক্ষের কাছে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের তদন্তের অব্যাহতি চেয়ে ও সহকারী প্রকৌশলী পদে সদ্যপ্রাপ্ত পদোন্নতি বহাল রাখার জন্য একটি আবেদন করেন। আবেদনটির ওপরে ‘অব্যাহতি প্রদানপূর্বক নির্ধারিত পদে পদায়নের ব্যবস্থা নিন’ মর্মে নৌমন্ত্রীর সুপারিশসহ সই ছিল।

এই সই ও সুপারিশের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে এর সত্যতা নিশ্চিতের জন্য ওই আবেদনটি নৌ মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রীর একান্ত সচিব এক চিঠির মাধ্যমে জানান, দাখিল করা আবেদনে লিখিত সুপারিশসহ সইটি মন্ত্রীর নয়।

এর পরিপ্রেক্ষিতে নৌপরিবহনমন্ত্রীর লিখিত সুপারিশ ও সই জাল করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগে বন্দরের কর্মচারী চাকরি প্রবিধানমালা অনুযায়ী, সহকারী প্রকৌশলী (নৌ) মো. সোহেল রানাকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করার আদেশ জারি করে মংলা বন্দর কর্তৃপক্ষ।

মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (নৌ) আলতাফ হোসেন খান বলেন, সহকারী প্রকৌশলী সোহেল রানা সাময়িক বরখাস্তকালীন সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে প্রতি কর্মদিবসে এসে হাজিরা দেবেন এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

The post নৌমন্ত্রীর সই জাল, প্রকৌশলী বরখাস্ত appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.


Viewing all articles
Browse latest Browse all 129

Trending Articles