ম্যাসাচুয়েটসে থাকেন জাডি ব্রাউন। ভদ্রমহিলা সন্তানসম্ভবা ছিলেন। হঠাত্ই ওঠে প্রসব বেদনা। যতটা তাড়াতাড়ি, পেরেছেন চলে এসেছিলেন হাসপাতালে।
ডাক্তাররা তাঁকে ওই অবস্থায় দেখেই নিয়ে চলে যান অপরেশন থিয়েটারে। সেখানে অবশ্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাঁকে। খানিক বাদেই ডাক্তাররা সুখবর দেন জাডি ব্রাউন এবং তাঁর স্বামী জেসনকে। তাঁদের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। সদ্যজাত কন্যাকে দেখে আনন্দ করা শুরু করেছেন, এমন সময় ফের পেটে যন্ত্রণা টের পান জাডি ব্রাউন। তাঁকে ডাক্তাররা ফের ভাল করে পরীক্ষা করেন। এবং দেখেন, যে তিনি আবারও সন্তানসম্ভবা।
হ্যাঁ, জাডি ব্রাউনের গল্প এমনই। সন্তান জন্ম দেওয়ার এক ঘণ্টা পরে তিনি আবিষ্কার করলেন যে, তিনি আবার সন্তানসম্ভবা!
The post সন্তান জন্ম দেওয়ার ১ ঘণ্টার মধ্যে ফের সন্তান সম্ভবা! appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.