প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি অসত্য বলে দাবি করেছেন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহম্মদ মাবরুর।
রোববার ভোরে মুজাহিদের লাশ ফরিদপুরে নিজ বাড়িতে পৌঁছানোর পর মাবরুর এ দাবি করেন।
তিনি আরও বলেন, ‘প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি ভিত্তিহীন, বোগাস এবং প্রশাসনের একটি সাজানো নাটক। মৃত্যুদণ্ড কার্যকরের আগে কারাগারে বাবা (মুজাহিদ) জানিয়েছেন তিনি কোনো মার্সি পিটিশন করেননি।’
কারাগারে মাবরুরকে উদ্দেশ্যে করে মুজাহিদ বলেন, ‘এ জালিম সরকারের কাছে আমার প্রাণভিক্ষা চাওয়ার প্রশ্নই ওঠে না। এই সরকার গত ৫ বছর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা দিয়ে মিথ্যাচার করেছে। আজ এই শেষ মুহূর্তে এসেও তারা মিথ্যাচার অব্যাহত রেখেছে। মূলত আমাকে আমার দলের কাছে, আমার পরিবারের কাছে, দেশের মানুষের কাছে হেয় করার জন্য কাপুরুষ বানানোর জন্য তারা এ মিথ্য অপপ্রচারের নাটক করেছে।
The post ছেলের কাছে মুজাহিদের শেষ কথা (ভিডিওসহ) appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.