Quantcast
Channel: Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম
Viewing all articles
Browse latest Browse all 129

পান্নার খনিতে ভয়াবহ ধস, মৃত ৭০

$
0
0

পান্নাখনিতে ভয়াবহ ধসে মৃত্যু হল ৭০ জনের। ঘটনায় এখনও পর্যন্ত নিখোঁজ একশোরও বেশি কর্মী। উত্তর মায়ানমারে কাচিনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। চিনের সীমান্ত লাগোয়া এই কাচিনে উন্নত মানের পান্না পাওয়া যায়।

সে কারণে প্রচুর খনি গড়ে উঠেছে এই শহরকে কেন্দ্র করে। মূলত, স্থানীয় বাসিন্দারাই এই খনিগুলিতে কাজ করে। খনির পাশে রাখা বাতিল রত্নগুলিই ওই দিন বাছছিলেন শ্রমিকরা। ঠিক তখনই ধস নামে।

ধসেই চাপা পড়ে মৃত্যু হয় ৭০ জনের। বেশ কয়েকটি বাড়ি-ঘরও ধসের নীচে চাপা পড়ে যায়। যোগাযোগের মাধ্যম উন্নত মানের না হওয়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

The post পান্নার খনিতে ভয়াবহ ধস, মৃত ৭০ appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.


Viewing all articles
Browse latest Browse all 129

Trending Articles