মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি মুলতবি করেছেন আদালত। এ বিষয়ে আগামীকাল বুধবার আবারো আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে মুজাহিদের রিভিউ আবেদনের রায়ের দিন বুধবার ধার্য করার পর নিজামীর আপিল শুনানি শুরু হয়। নিজামীর পক্ষে পেপারবুকের কিছু অংশ পাঠ করে শোনান তার আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম এ সময় উপস্থিত ছিলেন।
তাছাড়া মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
The post নিজামীর আপিল শুনানি মুলতবি appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.