Quantcast
Channel: Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম
Viewing all articles
Browse latest Browse all 129

‘খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন’

$
0
0

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু মঞ্চ’ সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও গুপ্তহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়তে হবে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপি গত ৫ জানুয়ারি থেকে দীর্ঘ ৯২ দিন পেট্রোলবোমা দিয়ে দেশের নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেও সরকার পতনে ব্যর্থ হয়েছে। বেগম জিয়া এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘বিদেশে বসে তারা যতই ষড়যন্ত্র করে না কেন, তাদের দেশে ফিরিয়ে এনে মানুষ হত্যার জন্য তাদের বিচারের মুখোমুখি করা হবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীরাও বিদেশে পালিয়ে ভেবেছিল তাদের বিচার করা সম্ভব হবে না। কিন্তু তাদের বিচার হয়েছে এবং অনেকের ফাঁসির রায়ও কার্যকর হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনীদের বিচারের মতো দেশের নিরীহ মানুষকে হত্যার জন্য বেগম খালেদা জিয়ারও বিচার হবে। বিদেশে পালিয়ে থেকে কোন লাভ হবে না। বেগম জিয়া লন্ডনে বসে আছেন এবং তিনি আর দেশে আসবেন না। তিনি এমন অপরাধ করেছেন যে দেশে আসতে ভয় পাচ্ছেন ’

বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হয়ে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন বিএনপির এ কঠিন পরিণতির কথা বলেছিলাম তখন অনেকে হাসাহাসি করেছেন। আর আজ তা বাস্তবায়িত হচ্ছে।’

দেশের সর্বোচ্চ আদালতে দু’শীর্ষ যুদ্ধাপরাধীর বিচারের রায় পুনর্বিবেচনার কথা উল্লেখ করে মায়া বলেন, ‘আজ দেশের মানুষের জন্য একটি অগ্নি পরীক্ষার দিন। কেননা আজ দেশের সর্বোচ্চ আদালতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদন্ড প্রাপ্ত দু’শীর্ষ যুদ্ধাপরাধীর রায় পুনর্বিবেচনার শুনানি হবে।’

এ বিষয়ে তিনি বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হবে এবং মুক্তিযোদ্ধাদের আত্মা মুক্তি পাবে। তাদের রায় যত দ্রুত কার্যকর হবে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা তত শান্তি পাবে।’

The post ‘খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন’ appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.


Viewing all articles
Browse latest Browse all 129

Trending Articles