গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার চতুর্থদিন আজ। এতে অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।
সোমবার থেকে মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান। মুরব্বিদের বয়ানের মধ্যদিয়ে চলছে জোড় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে ৫ দিনব্যাপী এ জোড় ইজতেমার আয়োজন করা হয়। এতে এক থেকে তিন চিল্লা দেয়া মুসল্লিরাই অংশ নিয়ে থাকেন।
ইজতেমা শেষে বিভিন্ন কাফেলায় ভাগ হয়ে তারা বেরিয়ে পড়েন দ্বীনের দাওয়াত নিয়ে। পরে বিশ্ব ইজতেমার আহ্বানে আবারো তারা ফিরে আসেন তুরাগ পাড়ের ময়দানে।
আগামীকাল আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ জোড় ইজতেমা। ইজতেমাকে ঘিরে নেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।
The post তুরাগ তীরে চলছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.