রাজধানীর শাহজাহানপুরে বাসায় ঢুকে তিন ভাইবোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনাকে ডাকাতদের হামলা বলে অভিযোগ করেছেন আহতদের পরিবারের সদস্যরা। আহত ব্যক্তিরা হলেন নাহিদ (৩০), তার বোন রোজি আক্তার (২৭) ও পলি আক্তার (২৫)।
সোমবার ভোরে ১৯৫ উত্তর শাহজাহানপুরের সাততলা ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশী জাহেদ আলী সংবাদমাধ্যমকে জানান, ওই সাততলা ভবনের দোতলায় নাহিদ তার মা আর বোনদের নিয়ে ভাড়া থাকেন। ভোরে মুখোশধারী তিন-চারজন দুর্বৃত্ত তাদের রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় টের পেয়ে রোজি ও পলি চিৎকার দিলে পাশের রুম থেকে ভাই নাহিদ ছুটে আসেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
The post রাজধানীতে বাসায় ঢুকে ৩ ভাইবোনকে কুপিয়ে জখম appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.