কাশ্মীরেই ছড়িয়ে রয়েছে প্রায় ২০০ জঙ্গি। শনিবার এমনই দাবি জানালেন সিআরপিএফের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) সুরেন্দ্র কুমার ভগত। তিনি বলেন, “স্থানীয় এবং বিদেশি মিলিয়ে কাশ্মীরে প্রায় ২০০ জঙ্গি সেনাদের ছড়িয়ে রয়েছে এবং সেনাদের সঙ্গে লড়াই চালাচ্ছে।’’
গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আই এস জঙ্গি গ্রেফতার হচ্ছে। সেনা আধিকারিক থেকে শুরু করে ইন্ডিয়ান অয়েলের কর্মকর্তা, প্রায় সমস্ত স্তরের মানুষের সঙ্গেই আইএসের যোগসূত্র মিলছে। এর প্রেক্ষিতেই এদিন কাশ্মীরে জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনার কথা শোনালেন সিআরপিএফের এডিজে। শুধু তাই নয়, এই জঙ্গিরা কাশ্মীরের যুবকদের প্রলোভন দেখিয়ে দলে টানছে বলেও দাবি জানান তিনি। তবে এই জঙ্গিরা বিশেষ কোনও ধর্মের নয় বলেও মন্তব্য করেন সুরেন্দ্র কুমার। তাঁর কথায়, “জঙ্গিরা যে কেবল ইসলাম হবে তা জরুরি নয়। হিন্দু বা জৈন জঙ্গিও হতে পারে।’’ এই জঙ্গিরা জম্মু-কাশ্মীর সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। রাজ্যবাসীকে উন্নয়ন, শিক্ষা, সুবিধা দেওয়ার মধ্য দিয়েই সরকার এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে এবং ভূ-স্বর্গকে জঙ্গিমুক্ত করতে পারবে বলে আশাবাদী এই সিআরপিএফ কর্তা।
The post কাশ্মীরেই সক্রিয় রয়েছে প্রায় ২০০ জঙ্গি appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.