ডাকাত সন্দেহে নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে নিহত আটজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর সম্পন্ন করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গ থেকে তিনজনের লাশ হস্তান্তর করা হয়।
এসআই মাহবুবুর রহমান জানান, বানিয়াবাড়ী গ্রামের নাদের আলীর ছেলে একাব্বর আলীর লাশ তার বড় বোন আশেদা বেগম গ্রহণ করেন। একই এলাকার আবু তাহেরের লাশ গ্রহণ করেন তার স্ত্রী জোছনা বেগম এবং পচাপাহোলা গ্রামের জব্বার আলীর ছেলে দুলাল মিয়ার লাশ গ্রহণ করেন তার প্রতিবেশী রবিউল ইসলাম।
এর আগে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পাঁচজনের লাশ হস্তান্তর করে পুলিশ। তাদের মধ্যে চারজনের বাড়ি ময়মনসিংহ। জেলার কোতোয়ালি থানার পুনারপাড় গ্রামের জুয়েল টিটুর লাশ গ্রহণ করেন তার বাবা মজিবর মিয়া, একই থানার ভাটিবাড়েরা গ্রামের হাসান আলীর ছেলে রুবেলের লাশ গ্রহণ করেন তার মামা সেলিম, একই গ্রামের শহর আলীর ছেলে সোহাগের লাশ তার বড় ভাই শওকত উল্লাহ এবং শামসুদ্দিনের ছেলে ছোটনের লাশ তার বড় ভাই খোকন মিয়া গ্রহণ করেন। এছাড়া ফেনীর সোনাগাজী থানার আলমপুরের ওবায়দুল হকের ছেলে ট্রাকচালক রাজিব রনির লাশ গ্রহণ করেন তার স্ত্রী নাজমা বেগম।
সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মো. জহিরুল জানিয়েছেন, এই ঘটনায় গ্রেফতার লোকমানের স্বীকারোক্তি অনুযায়ী মূল হোতা শওকত সোহাগ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকায় একটি চালের আড়তে এই আটজনকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।
The post গণপিটুনিতে নিহতদের লাশ হস্তান্তর সম্পন্ন appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.