Quantcast
Channel: Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম
Viewing all articles
Browse latest Browse all 129

বিশ্বজিৎ হত্যার ৩ বছর : প্রকাশ্যে ঘুরছে খুনিরা

$
0
0

বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের তিন বছর পূর্ণ হলো আজ। বিশ্বজিৎ হত্যা মামলার ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত ১৩ আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ বলছে, তাদের খোঁজে পাওয়া যাচ্ছে না।

২০১২ সালের ৯ ডিসেম্বর রোববার সকাল ৯টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বজিৎ দাসকে প্রকাশ্য-দিবালোকে কুপিয়ে হত্যা করে। এসময় অনেক মানুষ ও আইনরক্ষা বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা আশপাশেই ছিল। সাংবাদিকদের ক্যামেরায় সেই দৃশ্য ধারণ হয় এবং প্রচার হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেদিন বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচি চলছিল।

বিশ্বজিৎ হত্যার ভিডিও দৃশ্য বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোয় প্রচারিত হলে দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে। জেগে ওঠে বিশ্ববিবেক। নাড়া দিয়ে ওঠে মানুষের জাগ্রত হৃদয়। বিশ্বজিতের খুনিদের গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি ওঠে সব মহলে।

এ ঘটনায় দায়ের করা মামলায় প্রায় এক বছর পর ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-৪-এর বিচারক এবিএম নিজামুল হক আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন। আসামি পক্ষের আপিলের পর বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন।

মৃত্যু ও কারাদণ্ডাদেশপ্রাপ্ত ২১ আসামির মধ্যে পলাতক রয়েছেন এখনও ১৩ জন। পুলিশ তাদের পলাতক বললেও বিশ্বজিতের স্বজনদের দাবি, অনেকেই প্রকাশ্যে ঘোরাফেরা করছেন।

বিশ্বজিৎ দাসের ভাই উত্তম কুমার দাস বলেন, ‘অনেক আগেই রায় হয়েছে, পুলিশ চাইলেই পলাতক আসামিদের গ্রেফতার করতে পারে। তাদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ আসামিদের গ্রেফতার করছে না।’

এ ছাড়াও হত্যাকারীদের দ্রুত ফাঁসি দাবি করেন বিশ্বজিতের ভাই উত্তম কুমার।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায়ে আটজনের ফাঁসি ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, রাজন তালুকদার, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন, নূরে আলম লিমন, সাইফুল ইসলাম সাইফুল এবং কাইয়ুম মিয়া টিপু। এদের মধ্যে রাজন ও নূরে আলম পলাতক। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খন্দকার মো. ইউনুস আলী, তারিক বিন জহুর, গোলাম মোস্তফা, মো. আলাউদ্দিন, মো. ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, এএইচএম কিবরিয়া, মনিরুল হক, মোহম্মদ কামরুল হাসান এবং মোশাররফ হোসেন। এদের মধ্যে গোলাম মোস্তফা ও কিবরিয়া কারাগারে রয়েছেন। বাকি ১১জন পলাতক।

The post বিশ্বজিৎ হত্যার ৩ বছর : প্রকাশ্যে ঘুরছে খুনিরা appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.


Viewing all articles
Browse latest Browse all 129

Trending Articles