Quantcast
Channel: Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম
Viewing all articles
Browse latest Browse all 129

প্রতিবন্ধীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

$
0
0

প্রতিবন্ধীদের কল্যাণে একটি বিশেষায়িত কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের প্রতি কোনো অবহেলা নয়। প্রতিটি পদক্ষেপে সহযোগিতার পাশাপাশি তাদের নিয়ে আসতে হবে উন্নয়নের মূল স্রোতে। এর জন্য ভবিষ্যতে প্রতিবন্ধীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হবে।

তিনি বলেন, জাতিসংঘের নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশের অবস্থানই হচ্ছে সবাইকে নিয়ে উন্নয়ন, কেউ পিছিয়ে থাকবে না। আর তার মানেই হচ্ছে এর সঙ্গে প্রতিবন্ধীরা সামিল।

বাংলাদেশ প্রতিবন্ধী মানুষদের ক্ষমতায়ন ও তাদেরকে সমাজের সঙ্গে একীভূতকরণ করতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার তাদের কল্যাণে ব্যাপক উদ্যোগ নিয়েছে। প্রতিবন্ধীদের জন্য ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে দেশের অন্য নাগরিকের মতো তারাও সমান সুযোগ-সুবিধা পাবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশে দুটি আইন ও বিধিমালা এবং প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রতিবন্ধীদের সহায়তা ও সুরক্ষা দেওয়া হচ্ছে। দেশের কোথায় কোন প্রতিবন্ধী ব্যক্তি আছেন, সে তথ্য সরকার সংগ্রহ করবে বলে জানান তিনি। এর ফলে কার, কী রকম চিকিৎসা ও সহায়তা প্রয়োজন, তা জানা যাবে।

শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশে এ মুহূর্তে ছয় লাখ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, ৬০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে লেখাপড়া শিখতে সাহায্য করা হচ্ছে। ‘আমি চাই আমাদের সমাজটা এমনভাবে গড়ে উঠবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা দেশের জন্য কাজ করব। প্রতিবন্ধীরা বোঝা নয়, তাদের সম্পদ হিসেবে গড়ে তোলাই আমাদের কাজ।’ যোগ করেন তিনি।

খেলাধুলায় প্রতিবন্ধীরা যেন নিয়মিত প্রশিক্ষণ নিতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

The post প্রতিবন্ধীদের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.


Viewing all articles
Browse latest Browse all 129

Trending Articles