পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’র সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২’র ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের কাচাঁপাট রপ্তানি বন্ধ রাখা হলো।
প্রসঙ্গত ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এই ছয়টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করতে এবং এ সম্পর্কিত আইন অমান্যকারীদের বিরুদ্ধে রাজধানীতে সাঁড়াশি অভিযান শুরু হয় এ সপ্তাহেই।
কারওয়ান বাজারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের নেতৃত্বে এ অভিযান শুরু হলেও পরক্ষণেই বন্ধ হয়ে যায়। কারণ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া ওই অভিযানের ফলে খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। ওই দিন অভিযান স্থগিত করে ব্যবসায়ীদের একসপ্তাহ সময় দেওয়া হয়।
The post অনির্দিষ্টকালের জন্য কাঁচা পাট রপ্তানি বন্ধ appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.