Quantcast
Channel: Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম
Viewing all articles
Browse latest Browse all 129

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

$
0
0

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি মো. জমির মিয়া (২২) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সকাল ৭টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের হরণি ময়নাবস্তি এলাকার ১২৯৯ মেইন সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত জমির হরণি ময়নাবস্তির মো. ফরিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- মো. জমির তার বাড়ির পার্শ্ববর্তী সীমান্ত পিলার ১২৯৯ এর প্রায় ৫০ গজ ভেতরে ঘুরাফেরা করছিলেন। এসময় ভারত সীমান্ত থেকে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান জমির।

খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য বিজিবি ৪১ ব্যাটেলিয়নের অর্ন্তভূক্ত লালাখাল ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন। তবে দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণের খবর পাওয়া যায়নি।

জৈন্তাপুর থানার পুলিশ পরিদর্শক মো. হারুনুর রশিদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার খবর আমরা পেয়েছি।’ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

The post সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.


Viewing all articles
Browse latest Browse all 129

Trending Articles