নারায়ণগঞ্জের সাত খুন মামলার আসামী নূর হোসেনকে একটি চাঁদাবাজির মামলায় আদালতে হাজির করার পর আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে, নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইদুজ্জামান শরীফ এ নির্দেশ দেন।
এর আগে, আটক নূর হোসেনকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ১৮ই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করে আবারো তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ২৫মে সিদ্ধিরগঞ্জ উপজেলার আদমজী ইপিজেডে প্যাকেজিং ফ্যাক্টরির মালিক আকরাম হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নূর হোসেন ও তার সহযোগিরা।
পরে নূর হোসেন ৭ খুনের ঘটনার পর ভারতে পালিয়ে গেলে, ২০১৪ সালের ২৭মে আকরাম হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। এতে নূর হোসেনকে প্রধান আসামী করে মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।
The post চাঁদাবাজির মামলায় হাজিরা দিলেন নূর হোসেন appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.