ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ থাকায় দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর দেশে কোনো নাশকতা হয়নি বলে দাবি করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘ফেসবুক বন্ধ থাকায় প্রোপাগান্ডা ছড়ানো এবং নাশকতা রোধ করা গেছে।’
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারানা হালিম এই দাবি করেন ।
তারানা হালিম বলেন, ‘ফেসবুক বন্ধ করায় একজন মানুষও বিরক্তি পোষণ করেননি। সরকার জননিরাপত্তার স্বার্থে এগুলো বন্ধ রাখার অধিকার রাখে। সরকার যতক্ষণ পর্যন্ত মনে করবে, একজন মানুষও নিরাপদ না, ততদিন এসব বন্ধ রাখা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারানা বলেন, ‘সরকারি নির্দেশনা এলেই ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে।’
The post ফেসবুক বন্ধ থাকায় দেশে নাশকতা হয়নি : তারানা appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.