সেক্স করার পর কি মুড ভাল হয়ে যায় আপনার? টেনশন কমে? হ্যাঁ, ঠিকই। সেক্সের সঙ্গে সত্যি খুশির সম্পর্ক রয়েছে। গবেষণা বলছে যে সব দম্পতিরা সপ্তাহে এক বার সেক্স করেন তারাই পৃথিবীর সুখীতম।
টানা চার দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালান ইউনিভার্সিটি অফ টরন্টো-মিসিসাগার গবেষক অ্যামি মিজ। গবেষণায় উঠে এসেছে, লিঙ্গ, বয়স বা সম্পর্কের সময়কালের উপর নয়, সেক্সের মধ্যেই লুকিয়ে রয়েছ সুখী দাম্পত্যের বীজ। অল্প বয়সী দম্পতিরা বেশি সেক্স করেন, বয়স্করা কম সেক্স করেন এই যুক্তিও উড়িয়ে দিয়েছেন অ্যামি। তাঁর দাবি, বয়সের সঙ্গে সেক্সের কোনও সম্পর্ক নেই। যাঁরা বছরের পর বছর সপ্তাহে এক বার মিলিত হওয়া ধরে রাখতে পারেন তাঁরাই সুখী দম্পতি।
The post সপ্তাহে এক বার সেক্স, সবচেয়ে সুখী দম্পতি appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.