Quantcast
Channel: Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম
Viewing all articles
Browse latest Browse all 129

সন্তান নিতে যাচ্ছেন সানি লিওন!

$
0
0

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন নাকি মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আর তার স্বামী ড্যানিয়েল নিজেদের সংসার বাড়ানোর ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত। তবে জানা গেছে, পরিবারের চাপেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই দম্পতি।

গত সপ্তাহে সানির শাশুড়ি নাকি অভিযোগ করে বলেছেন, তিনি এবার নাতি নাতনির মুখ দেখতে চান। কাজের চাপে সানি ও ড্যানিয়েল একে অপরকে সময় দিতে পারেন না। তাই এবার একসাথে থাকা ও পরিবারের খুশি পূরণ করতে সন্তান নিতে আগ্রহী হয়েছেন তাঁরা।

এদিকে সানির মা হওয়া নিয়ে আশংকা দেখা যাচ্ছে বলিউডে। মিডিয়ায় প্রচার হচ্ছে, তবে কি বলিউডের অভিনয় থেকে বিদায় নিচ্ছেন আবেদনের রানি সানি লিওন? আবারো কি কানাডায় ফিরে যাচ্ছেন তিনি! কারণ এর আগে অনেক অভিনেত্রীর বেলায় দেখা গেছে, মা হওয়ার আগে পরে অনেকেই অভিনয়ে বিরতি দিয়েছিলেন।

এই মুহূর্তে সানির চাহিদা প্রচুর বলিউডে। সাবেক পর্ণস্টারের কাছে অনেক কাজের অফার রয়েছে। এসময় মিডিয়া থেকে বিদায় নেয়া তার ক্যারিয়ারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সমালোচকরা। তবে সানি এসব নিয়ে ভাবছেন না। আপাতত তার ধ্যানে শুধুই মা হওয়ার প্রস্তুতি।

The post সন্তান নিতে যাচ্ছেন সানি লিওন! appeared first on Durnitynews24.com : : দুর্নীতি নিউজ টোয়েন্টিফোর ডটকম.


Viewing all articles
Browse latest Browse all 129

Trending Articles